মেঘনা নদীতে ডুবল ছয়টি বাল্কহেড

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৬:১২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে ছয়টি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ঝড়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আরও একটি বাল্কহেড চরে আটকা পড়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক।

তিনি জানান, ২৫ জুলাই বিকেল ৪টার দিকে ঝড়ের সময় মেহেন্দিগঞ্জের মল্লিকপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে পাঁচটি বাল্কহেড ডুবে যায়। তবে বাল্কহেডগুলো ডুবে গেলেও কোনো নিখোঁজ বা হতাহতের খবর পাওয়া যায়নি। ডুবে যাওয়া বাল্কহেডগুলো উদ্ধারে কাজ চলছে।

অপরদিকে হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, একই সময় হিজলা উপজেলার ধুলখোলা ও আলিগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে একটি পাথরবোঝাই বাল্কহেড ডুবে যায়। যদিও ভাটার সময় সেটিকে আবার দেখা গেছে। তবে নৌযানটি উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া মেঘনা নদীতে একটি বাল্কহেড চরে আটকা পড়েছে।


আমার বার্তা/এল/এমই