পাবনার বেড়ায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্য হামলা করে মারধর করার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের পরিকল্পিত হামলায় ব্যবসায়ী হাকিম শেখ (৩৮) কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বেড়া হাসপাতালে প্রেরণ করে নাকালিয়া বাজারের ব্যবসায়ী বৃন্দ।
বেড়া মডেল থানায় দায়েরকৃত অভিযোগপত্র থেকে জানা যায়, কাশিনাথপুর বাজারের মোটরসাইকেলের যন্ত্রাংশ ব্যবসায়ী হাকিম শেখের সাথে দীর্ঘদিন সম্পর্কের জেরে ০৩ বছর পুর্বে তার নিকট থেকে বাকিতে ৭,৯৭০ টাকার পণ্য ক্রয় করে হাটুরিয়ার খোকন (৫০)। দীর্ঘ ৩ বছরে ২৪ শে জুন বকেয়া টাকা না দেওয়ায় পাওনা টাকা চাইতে গেলে স্থানীয়দের উপস্থিতিতে মিনাল (৫৫) ১৫ই জুলাই তারিখে ৩,৫০০ টাকা প্রদানের প্রতিশ্রুতি দিলে ভুক্তভোগী হাকিম তা মেনে নিয়ে চলে আসে। পরবর্তীতে ১৫ ই জুলাই সন্ধায় মিনালের কাছে টাকা চাইতে গেলে তারা পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র সহ তার উপরে হামলা চালিয়ে মারধর করে। এমনকি তাকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় লোহার রড দ্বাড়া আঘাত করে।এতে তার মাথা ফেটে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়।
নাকালিয়া বাজারের মোটরসাইকেল মেকার ফরিদ বলেন, হাকিম ভাই ওদের কাছে টাকা চাইতে এলে ওরা গালাগালি করে। তখন হাকিম ভাই কে এনে আমার দোকানে বসাই। অভিযুক্তরা আমার দোকানের মধ্যে এসে লোহার পাইপ দিয়ে তাকে এলোপাথাড়ি মারধর করে।
এবিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, একটা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
নাকালিয়া বাজারের ব্যবসায়ীরা এঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, ব্যবসায়ীক লেনদেন নিয়ে এমন মারধরের ঘটনা নিন্দাজনক। এমন নেক্কারজনক সন্ত্রাসী কর্মকান্ডের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান তারা।