মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ট্যাঙ্গারচর ইউনিয়নে বিএনপি কেন্দ্রীয় কমিটি সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের নিজস্ব অর্থায়নে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১০ ঘটিকার সময় বৈদিরগাঁও গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ও মুন্সিগঞ্জ জেলা কৃষক দল আহবায়ক , সিরাজুল ইসলাম পিন্টু এর বাড়ি প্রাঙ্গণে হুইল চেয়ার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা কৃষক দল আহবায়ক রাসেল দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, কামরুজ্জামান রতন , সম্মানিত অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলা কৃষক দল আহবায়ক সিরাজুল ইসলাম পিন্টু।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ,ভিপি রফিকুল ইসলাম মাসুম, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান, ইসহাক আলী,জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য,মাসুম, উপজেলা যুবদল আহবায়ক , জালাল উদ্দিন রিমু,উপজেলা যুবদল সদস্য সচিব,,নাজির শিকদার,উপজেলা ছাত্রদল সভাপতি, মো. মিজান, উপজেলা কৃষক দল সদস্য সচিব তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষক দল যুগ্ন আহবায়ক সালাউদ্দিন, বাউশিয়া ইউনিয়ন বিএনপি নেতা মান্নান মিয়াজী সহ অসংখ্য নেতাকর্মী।
আলোচনা সভায় প্রধান অতিথি কামরুজ্জামান রতন বক্তব্যে বলেন মানবতা ও মানবিকতা ভেবে আমরা এক হয়েছি। বিএনপির সকল নেতাকর্মী নিয়ে একটা পরিবার। পরিবারের মধ্যে আমি সবার - সবাই আমার। আমরা হালাল ব্যবসা করব। হারাম ব্যবসা করব না এবং কেউকে করতে দিব না। সম্মানিত অথিতি রফিকুল ইসলাম মাসুম এবং ইসহাক আলী লীসহ একাধিক বক্তা জানান বিএনপি সমাজ ও দেশের শান্তি ও সমৃদ্ধ কামনা করে। দেশের অশান্তি আমরা চাই না। এই দেশের মানুষ বুঝতে হবে কামরুজ্জামান রতন কি মানসিকতার নেতা। তিনি চান হালাল উপার্জনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে । ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল উপার্জন।
বিএনপি'র অপর একটি গ্রুপকে উদ্দেশ্য করে বলেন অন্যায় পথে অর্থ উপার্জন করে রাতভর তাহাজ্জুদ নামাজ পড়লে লাভ নেই।আপনাকে মানুষ প্রত্যাখ্যান করবে এবং পরকালে জাহান্নামে যাবেন। অপর এক বক্তা বলেন এই দেশের একটি দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় । পিয়ার পদ্ধতি কতিপয় দেশে চালু আছে। সেই দেশে সন্তান পিতা-মাতার অবাধ্য চলাফেরা অবাধ ও উন্মুক্ত। বাংলাদেশের মানুষ এমনটা চায় না। বিএনপি সে কারণেই প্রিয়ার পদ্ধতির বাস্তবায়ন চায়না আমাদের নেতা কামরুজ্জামান রতন হিংসা-বিদ্বেষ চায় না সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত ও মানবিক।
আমার বার্তা/মুকবুল হোসেন/এমই