এনসিপি নেতাদের নিয়ে ফেসবুক পোস্ট, দিনাজপুরের এএসপি প্রত্যাহার

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১০:৫৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় বিতর্কিত মন্তব্য করায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. মোসফেকুর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে রিপোর্টের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাদের হামলার পর দলটির কেন্দ্রীয় নেতারা সেনাবাহিনীর আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) গাড়িতে এলাকা ত্যাগ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে বিতর্কিত এক মন্তব্য করেন এএসপি মোসফেকুর রহমান। তিনি লেখেন, “ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি।”
স্ট্যাটাসটি পরে মুছে ফেললেও তা এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সমালোচনার ঝড় ওঠে।

ঘটনার প্রতিবাদে দিনাজপুরে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন। তারা এএসপি মোসফেকুরের গ্রেফতার ও বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন। আন্দোলনের নেতৃত্ব দেন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক একরামুল ইসলাম আবির।

আবির বলেন, “গোপালগঞ্জের ঘটনার পর একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়ে আমাদের আন্দোলনকে উপহাস করেছেন। আমরা তার শুধু প্রত্যাহার নয়, গ্রেফতারও চাই।”

পরে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (হেডকোয়ার্টার্স, অতিরিক্ত দায়িত্ব) মিয়া মাসুদ করিমের স্বাক্ষরিত এক নির্দেশে এএসপি মোসফেকুরকে ১৭ জুলাইয়ের মধ্যে সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়।

দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন এবং জানান, এএসপিকে ইতিমধ্যে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে বিক্ষোভকারীরা বলছেন, গ্রেফতার না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন।


আমার বার্তা/জেএইচ