সিরাজগঞ্জে টানা বর্ষণে মহাসড়কের বেহাল অবস্থা

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১৫:৩০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

গত কয়েক দিনের টানা বর্ষণে বেহাল অবস্থা সিরাজগঞ্জের মহাসড়কের। বিশেষ করে হাটিকুমরুল গোলচত্বর থেকে বনপাড়া পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে। ভোগান্তির শিকার হচ্ছেন মহাসড়ক দিয়ে চলাচলকারীরা।

চালক ও যাত্রীরা বলছেন, মহাসড়কের এমন অবস্থার ফলে সময় বেশি লাগার পাশাপাশি ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সমস্যা সমাধানে দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের দাবি তাদের। আর সড়ক বিভাগ বলছে, বৃষ্টি কমে গেলে মহাসড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামত করা হবে।

গত কয়েকদিনের টানা বর্ষণে বেহাল অবস্থা হয়েছে সিরাজগঞ্জ মহাসড়কের বেশ কয়েকটি স্থান। বিশেষ করে ঢাকা রাজশাহী মহাসড়ক হাটিকুমরুল গোলচত্বর থেকে বনপাড়া পর্যন্ত অংশের বেশ কয়েকটি স্থানে খানাখন্দ আর বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া ঢাকা পাবনা মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকার রাস্তা এতোটায় খারাপ অবস্থা হয়েছে যে সেই রাস্তা বন্ধ রেখে সাসেক টু প্রকল্পের আওতায় মেরামতের কাজ শুরু করা হয়েছে। এতে ঢাকা থেকে পাবনাগামী যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে।

সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসের চালক বাবুল মোহাম্মদ আলী বলেন, রাজশাহী সড়কের হাটিকুমরুল গোলচত্বর থেকে মহাসড়কের তাড়াশ ও সলঙ্গার বিভিন্ন অংশে বৃষ্টির কারণে খানাখন্দ গর্ত হয়েছে।

আরেক বাসের চালক সোহান আহমেদ জানান, ভাঙ্গা সড়কের যানবাহন চালাতে অনেক অসুবিধা হচ্ছে। সেই সঙ্গে ভাঙ্গা সড়কের যানবাহন চলাচলের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনের যন্ত্রপাতিও। মাঝেমধ্যে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ভোগান্তি কমাতে দ্রুত মহাসড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামতের দাবি করেন তিনি।

সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল জানান, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সড়কের বেশ কিছু স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থানগুলো জরুরি ভিত্তিতে মেরামতের কাজ চলছে। বৃষ্টিপাত কমে গেলে পুরোপুরি ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামত করা হবে। হাটিকুমরুল গোলচত্বর মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় ২২ হাজার যানবাহন চলাচল করে।

 

আমার বার্তা/এল/এমই