মাদারীপুরে টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে জলে আবদ্ধ শহরবাসী
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১২:০২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

মাদারীপুরে টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। রাস্তাঘাটে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, যা ভোগান্তিতে ফেলেছে শহরের হাজারো মানুষকে।
বুধবার (৯ জুলাই) আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় মাদারীপুরে ৬৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ অবস্থা আরও তিন দিন থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
বৃষ্টির কারণে শহরের পুরান বাজার, হামিদ আকন্দ সড়ক, ডা. অখিল বন্ধু সড়ক, শহীদ মানিক সড়ক, মন্টু ভূঁইয়া সড়ক, শহীদ বাচ্চু সড়ক, পাবলিক লাইব্রেরি রোডসহ বেশ কয়েকটি এলাকায় পানি জমে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে।
ভোগান্তি থেকে বাঁচতে অপ্রয়োজনে কেউ ঘর থেকে বের হচ্ছেন না। খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম বিপাকে। বেশিরভাগ দোকানপাটও বন্ধ ছিল, দেখা গেছে তালাবদ্ধ।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, নিয়মিত ড্রেন পরিষ্কার না করা, যত্রতত্র জলাশয় ভরাট এবং পরিকল্পনাহীন বহুতল ভবন নির্মাণের কারণেই সামান্য বৃষ্টিতেই শহর ডুবে যায়। এতে যাত্রী, চালক ও পথচারীদের দুর্ভোগের শেষ নেই।
মাদারীপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ হাবিবুল আলম জানিয়েছেন, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এবং সমস্যার স্থায়ী সমাধানে কাজ চলছে।
উল্লেখ্য, ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত মাদারীপুর পৌরসভা ১৯৯১ সালে প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পায়। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি মৌজায় প্রায় দুই লাখ মানুষের বসবাস। কর, ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু সনদ ও অন্যান্য খাত থেকে প্রতি বছর শত কোটি টাকারও বেশি রাজস্ব আয় করে পৌর কর্তৃপক্ষ।
আমার বার্তা/এল/এমই