ভালুকায় ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগ ও অর্থায়নে ফুটবল উৎসব
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১৬:৪৮ | অনলাইন সংস্করণ
ভালুকা প্রতিনিধি (মাল্টিমিডিয়া):

ময়মনসিংহের ভালুকায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরউদ্দিন উদ্দিন আহমেদ বাচ্চুর নিজস্ব অর্থায়ন ও উদ্যোগে চলছে ফুটবল উৎসব। উপজেলার ১১টি ইউনিয়ন, ১টি পৌরসভায় মোট ১২টি টিম এবং ৫টি মহিলা ফুটবল টিম এই আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন মাঠে এই টুর্নামেন্টের ৯টি খেলা অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে উৎসব মুখর পরিবেশে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আয়োজিত টুর্নামেন্টের এই খেলাগুলি উপভোগ করছেন।
কিশোর ও যুবসমাজকে সন্ত্রাস, অপসংস্কৃতি ও মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে এই উদ্যোগ বলে জানান ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। উপজেলার ৩০টি মাঠ সংস্কার ও টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে যুবসমাজকে খেলার মাঠে ফেরানোর এই উদ্যোগ নিয়েছেন ভালুকা উপজেলা বিএনপির ত্যাগী এই নেতা এমনটাই জানালেন টুর্নামেন্ট সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা গেছে, প্রতিটি খেলায় কিশোর ও যুবসমাজের পাশাপাশি সর্বস্তরের হাজার হাজার সাধারণ জনগনের বিপুল সমাগম হচ্ছে। এতে বিএনপির প্রতি ব্যাপক ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে ভুমিকা রাখছে এই টুর্নামেন্ট। উপজেলা জুড়ে প্রশংসিত হচ্ছে বিএনপির এই উদ্যোগ।
প্রসঙ্গত গত ১০ জুন এই টুর্নামেন্টের উদ্বোধন হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সাবেক মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সামসুল আলম খান (অবঃ) এবং টুর্নামেন্টের উদ্বোধন করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক অধিনায়ক ও জাতীয় ফুটবলার কায়সার হামিদ।