বোরকা পরে এসে যুবদল কর্মীকে স্ত্রী-কন্যার সামনে গুলি করে হত্যা

প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১৯:৫৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

চট্টগ্রামের রাউজানে স্বজনকে চিরবিদায় দিয়ে ফেরার পথে স্ত্রী-কন্যার সামনে মো. সেলিম (৪৫) নামের এক যুবদলকর্মীকে বাজারে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (০৬ জুলাই) দুপুর ১২টার দিকে বোরকা পরে এসে চার দুর্বৃত্ত তাকে গুলি করে চলে যায়। উপজেলার কলদপুর ইউনিয়ন ঈশান ভট্টের হাটে শান্তি ফার্মেসীর সম্মুখে এ ঘটনাটি ঘটে। 

নিহত মো. সেলিম কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইসলামিয়া নতুন পাড়া এলাকার আমির হোসেনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সেলিম একই ইউনিয়নের কদলপুর সমশের পাড়ায় তার এক নিকটাত্মীয় মহিলার জানাজা ও দাফন-কাফন শেষে তার মোটরসাইকেলে করে স্ত্রী-কন্যাকে সাথে নিয়ে তার ইসলামিয়া নতুন পাড়ায় তার নতুন বাড়িতে আসছিলেন। পথে ঈশান ভট্টের হাটে দাঁড়িয়ে ওষুধ কিনে গাড়িতে ওঠার সময় সিএনজিচালিত অটোরিকশাযোগে বোরকা পরিহিত চারজন যুবক এসে গুলি করে পালিয়ে যায়। এই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পর্যবেক্ষণ করে মৃত ঘোষণা করেন। 

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. পুজা মল্লিক বলেন, তার মুখের বামপাশে গুলিতে থেঁতলে যায়, আরেকটা গুলি কোমরে লাগে। আমরা তার সবকিছুর যাচাই-বাছাই করে মৃত ঘোষণা করি।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

তিনি আরও জানান, ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এই দ্বন্দ্বের কারণে মো. সেলিম খুন হন। সেলিম জানে আলম গ্রুপের অনুসারী হিসেবে পরিচিত।


আমার বার্তা/এমই