গজারিয়ায় কৃষক দল শাখাকে গতিশীল করতে সাংগঠনিক মত বিনিময় সভা

প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৯:৩০ | অনলাইন সংস্করণ

  মুকবুল হোসেন:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উপজেলা কৃষক দল শাখা কে  জনবান্ধব ও সাংগঠনিকগতিশীলতা বাড়াতে  উপজেলা কৃষক দল কমিটির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (০৪) বিকাল ৫ ঘটিকার সময় ভবেরচর বহুমুখী সমবায় সমিতি মার্কেট প্রাঙ্গণে উপজেলা কৃষক দল যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদের ব্যবসায়িক কার্যালয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা কৃষক দল আহব্বায়ক, রাসেল দেওয়ানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন  প্রধান অতিথি মুন্সিগঞ্জ জেলা কৃষক দল  আহব্বায়ক ,সিরাজুল ইসলাম পিন্টু, উপজেলা কৃষক দল সদস্য সচিব, তোফাজ্জল হোসেন সরকার, গজারিয়া ইউনিয়ন কৃষক দল সভাপতি কবির দেওয়ান, বাউশিয়া ইউনিয়ন সভাপতি হাসমত আওলিয়া, ভবেরচর ইউনিয়ন সাধারণ সম্পাদক রায়হান দেওয়াল, ট্যাঙ্গারচর ইউনিয়ন সভাপতি, লিটন সরকার, বালুয়াকান্দি ইউনিয়ন, সভাপতি মো. ইকবাল, হোসেন্দী ইউনিয়ন সভাপতি, নূরে আলম জিকু, গুয়াগাছিয়া ইউনিয়ন সভাপতি, আবুল হাশেম মেম্বার । আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের সাধারণ সম্পাদক ও শীর্ষ নেতৃবৃন্দ।


আমার বার্তা/এমই