সিলেটে পরিবহন ধর্মঘটের আলটিমেটাম পরিবহন শ্রমিক ফেডারেশনের
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১৪:৫০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

৫ জুলাই থেকে সিলেট বিভাগে পরিবহন ধর্মঘটের আলটিমেটাম দিয়েছে পরিবহন শ্রমিক ফেডারেশন। ৪ জুলাইয়ের মধ্যে পরিবহন মালিক-শ্রমিকদের পাঁচ দফা দাবি মানা না হলে এই ধর্মঘট পালন করা হবে বলে জানানো হয়েছে। এ কর্মসূচিতে সমর্থন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (২ জুলাই) দুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেয়া হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগের সভাপতি মইনুল ইসলাম ও কার্যকরী সভাপতি আব্দুস সালাম। প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
বক্তারা বলেন, ঢাকাসহ বড় শহরগুলোতে ফিটনেসবিহীন ও পুরানো যানবাহন বন্ধের নামে পরিবহন মালিকদের ছয় মাস সময় বেঁধে দেয়া হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। তারা পথে পথে পরিবহন শ্রমিকদের হয়রানি বন্ধের দাবি জানান।
পাথর উত্তোলন ও ক্রাশার মেশিন বন্ধের প্রতিবাদ এবং বিভিন্ন সড়কে উচ্ছেদ অভিযান নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
বিএনপি নেতা হুমায়ুন আহমদ মাশুকের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নেতা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন লস্কর, মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, আব্দুস শুকুর, বাদশা আহমদ ও আব্দুল মালেক।
আমার বার্তা/এল/এমই