গজারিয়ায় তিতাসের উচ্ছেদ অভিযান : চারটি চুনা কারখানা বন্ধ
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১৮:০৩ | অনলাইন সংস্করণ
গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের উদ্যোগে পরিচালিত উচ্ছেদ অভিযানে চারটি অবৈধ চুনা কারখানা গুটিয়ে দেওয়া হয়েছে। সোমবার (২৬ মে) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়।
উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন মো. বায়েজীদ সরদার, সরকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মুন্সিগঞ্জ জেলা। তিনি জানান, মুন্সিগঞ্জের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফাতেমাতুল জান্নাতের নির্দেশনায় গজারিয়ার চারটি স্থানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে তিনটি স্থানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং একাধিক চুলা ভেঙে ফেলা হয়েছে।
বায়েজীদ সরদার আরও জানান, “এই ভুঁইফোড় প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ গোপনে পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে চুনা উৎপাদন করে আসছিল।”
তিতাস গ্যাস নারায়ণগঞ্জ জোনের মেঘনা শাখার প্রকৌশলী সুরজিৎ সাহা বলেন, “বাউসিয়া এলাকায় মানাবে পার্কের বিপরীতে একটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং সেখানে ব্যবহৃত চুলা ভেঙে ফেলা হয়েছে। ওই কারখানার মালিকের বিরুদ্ধে স্থানীয় থানায় এজাহার দায়ের করা হয়েছে।”
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ সংযোগ ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমার বার্তা/মুকবুল হোসেন/এমই