রাজবাড়ীতে মহাসড়কে খড় শুকানোয় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১২:২৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন অংশে দুই পাশ জুড়ে কৃষকদের খড় শুকানোর কারণে সড়ক সংকুচিত হয়ে পড়েছে। রাস্তার দুপাশে খড় থাকার কারণে বড় বড় ট্রাক ও বাস চালকরা কোন সাইড না দিয়ে মুল রাস্তার মাঝখান দিয়ে চালায়। ফলে রাস্তায় আর অন্য ছোট ছোট গাড়ি চলতে সমস্যা হচ্ছে। যা ছোট যানবাহনের চালকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে মোটরসাইকেল ও তিন চাকার যানবাহনের চালকদের জন্য এই পরিস্থিতি বিপজ্জনক।
স্থানীয়রা জানান, টানা বৃষ্টির পর হঠাৎ রোদের দেখা পাওয়ায় কৃষকরা মহাসড়কের পাশে খড় শুকাতে শুরু করেছেন। এর ফলে সড়কের অর্ধেক অংশ দখল হয়ে যাচ্ছে, যা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।
মোটরসাইকেল চালক মেহেদী হাসান বলেন, খড়ের ওপর দিয়ে গেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। চাকা স্লিপ করে, অনেক সময় দুর্ঘটনা ঘটে।
অটো চালক সহিদুল ইসলাম জানান, রাস্তার যেখানে বাঁক নিয়েছে, সেখানেও খড় শুকানো হচ্ছে। এতে ওভারটেক করার সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, রাস্তায় খড় শুকানো আইন পরিপন্থী এবং বিপজ্জনক। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী তুষার আহমেদ বলেন, এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা সড়ক বিভাগ থেকে মাইকিং করেছি।কিন্তু তাতেও কোন কাজ হচ্ছে না।
জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, সংশ্লিষ্টদের এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এ বিষয়ে জনপ্রতিনিধি দের বড় ভূমিকা রাখতে হবে।
এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে।
আমার বার্তা/এল/এমই