এক পরিবারের পাঁচ সদস্যকে বিএসএফের পুশ ইন

প্রকাশ : ২২ মে ২০২৫, ১৫:৫৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে এক পরিবারের পাঁচ সদস্যকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২২ মে) ভোরে ফেনীরকুল চর এলাকার সীমান্ত দিয়ে তারা দেশে প্রবেশ করেন। বাংলাদেশে প্রবেশের পর বিজিবি সদস্যরা তাদের আটক করে।

জানা যায়, সীমান্ত পেরিয়ে রামগড়-ফেনী সড়কের সোনাইপুল বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন তাদের দেখতে পেয়ে মহামুনি বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে বিজিবি সদস্যরা এসে তাদের হেফাজতে নেন।

পুলিশ জানিয়েছে, তারা সবাই বাংলাদেশী নাগরিক। কুড়িগ্রাম জেলার চর সুপার গ্রামের বাসিন্দা। ১০ বছর ধরে ভারতের গুজরাটে বসবাস করে আসছিল। পুশ ইন হওয়া ব্যক্তিরা হলেন, মো. উম্মেদ আলী (৪২), তার স্ত্রী সেলিনা বেগম (৩৫) এবং তাদের তিন কন্যা রুমি খাতুন (১৫), রুম্পা খাতুন (১২) ও সুমাইয়া খাতুন (৮)।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, পুশ ইন হওয়া লোকজন একই পরিবারের সদস্য। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রামে। আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আমার বার্তা/এল/এমই