বানিয়াপাড়ায় স্কুলে যাওয়ার পথে বাসের চাপায় বাবা-মেয়ের পা বিচ্ছিন্ন

প্রকাশ : ১৯ মে ২০২৫, ১২:৪৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

মেয়েকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে যাত্রীবাহী বাসের চাপায় বাবা-মেয়ের দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (১৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটে রাজশাহী বাঘা উপজেলার বানিয়াপাড়ায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- বানিয়াপাড়ার শান্ত ইসলাম (৪৫) মালয়েশিয়া প্রবাসী। তিনি ছুটিতে দেশে এসেছেন। তার মেয়ে উম্মে তুরাইয়া (৫) গ্রীন হেভেন স্কুলের প্লের ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শান্ত তার স্ত্রী ও সন্তানকে মোটরসাইকেলে করে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। পথে বানিয়াপাড়ায় পৌঁছালে ঢাকাগামী সুপার সনি নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে। এসময় বাবা-মেয়ে বাসের নিচে চাপা পড়ে।

এতে বাবা ও মেয়ের শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় শান্তর স্ত্রীও আহত হয়েছেন। বাবা-মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার পরে বাসের চালক ও সহকারীরা পালিয়ে যায়। পরে বাসটি পুলিশ থানায় জব্দ করে।

বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, ঘটনা শুনেছি। এটা নিয়ে পুলিশ কাজ করছে।


আমার বার্তা/এল/এমই