মেঘনায় নদীতে ৩৪ ড্রাম চিংড়ির পোনাসহ আটক ২

প্রকাশ : ১৭ মে ২০২৫, ১৮:৪২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩৪ ড্রাম চিংড়ির পোনাসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (১৭ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তারা হলেন, মো. স্বপন (৩২) ও আল-আমিনকে (২২) আটক করা হয়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন হিজলা চর দুর্গাপুর সংলগ্ন এলাকার মেঘনা নদীতে একটি অভিযান চালায়। এ সময় উক্ত এলাকায় একটি সন্দেহজনক কাঠের বোট তল্লাশি করে প্রায় ৩ কোটি ৬ লাখ টাকা মূল্যের অবৈধ চিংড়ির পোনা জব্দ করা হয়।

হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জব্দ রেণু মেঘনায় অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি ট্রলারটি নিলামে বিক্রির জন্য জব্দ রাখা হয়েছে।


আমার বার্তা/এল/এমই