কক্সবাজারে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রকাশ : ১৩ মে ২০২৫, ১৬:০০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড অলির বাপের পাড়া এলাকায় বাদশা মিয়ার বাড়ির সেচ ঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত আবদুল মন্নান (২৬) ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বল্যাবাপের পাড়ার জাফর আলমের ছেলে।
স্থানীয়দের ধারণা, মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মান্নান মারা গেছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চোরের উপদ্রব বেড়েছে। হয়েছে একাধিক চুরিও। সোমবার রাতে মান্নান বাদশা মিয়ার সেচ ঘরের মোটর চুরি করতে যায়। অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে তিনি মারা যান। সকালে সেচ ঘরে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
আমার বার্তা/এল/এমই