বাজিতপুরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার

প্রকাশ : ০৩ মে ২০২৫, ০০:২৭ | অনলাইন সংস্করণ

  জাহাঙ্গীর আলম(মাল্টিমিডিয়া প্রতিনিধি) বাজিতপুরঃ

ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ধোঁয়ানদী মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি, বাজিতপুর উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক বাবু সুশীল চন্দ্র দাস কে অপহরণের অভিযোগ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দিলালপুর ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক মো: হেলাল মিয়া ও দিলালপুর ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো: মাহবুবুল রহমানকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

বাজিতপুর উপজেলা বিএনপির আহবায়ক শেখ মুজিবুর রহমান (ইকবাল) ও ১নং যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনিরের স্বাক্ষরিত গত ২৫ এপ্রিলের একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়।