গাজীপুর সিটির সাবেক মেয়র মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১৭:৩৮ | অনলাইন সংস্করণ

  রাহাত শেখ, টঙ্গী:

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র, শিক্ষাবিদ ও বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক এম এ  মান্নানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে টঙ্গীতে  দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  হয়েছে। সোমবার (২৮ এপ্রিল ২০২৫) সন্ধ্যায় টঙ্গী বাজারের বন্ধন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নির্দেশনায় এই মাহফিলের আয়োজন করেন মোফাজ্জল উদ্দিন শিশির ও মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়।

অনুষ্ঠানে অধ্যাপক এম এ মান্নানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, তিনি ছিলেন একজন সৎ, নির্লোভ, নীতিবান ও মানবিক গুণে গুণান্বিত নেতা। রাজনীতির পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও তিনি অসামান্য অবদান রেখেছেন। গাজীপুরের মানুষের উন্নয়নে তিনি আমৃত্যু নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে গেছেন।

বক্তারা আরও বলেন, অধ্যাপক মান্নান স্যারের মতো দূরদর্শী, প্রজ্ঞাবান ও ত্যাগী নেতা আজকের সমাজে বিরল। তার শূন্যতা গাজীপুরের রাজনীতিতে গভীরভাবে অনুভব করা হচ্ছে। উপস্থিত সকলেই তার আত্মার শান্তি ও জান্নাতের উচ্চ মাকাম কামনা করেন।মাহফিলে উপস্থিত ছিলেন মো. ইসমাইল হোসেন নিরব, আকবর হোসেন খান ফারুক, সিরাজুল ইসলাম সাথী, মোস্তফা সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও টঙ্গী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ ও সাধারণ মানুষও মাহফিলে অংশগ্রহণ করেন।