চার দিনের ব্যবধানে রাউজানে আরও এক যুবদলকর্মী খুন

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১৭:০৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

চট্টগ্রামের রাউজানে চার দিনের ব্যবধানে মো. ইব্রাহিম (২৮) নামে আরও একজন যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে রাউজান সদর ইউপির পূর্ব রাউজান ৮ নম্বর ওয়ার্ডে গাজীপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, তিনটি সিএনজিচালিত অটোরিকশা করে আসা একদল দুর্বৃত্ত ইব্রাহিমকে মাথায় গুলি করে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

সার্কেল এসপি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাউজান সদর এলাকায় দুর্বৃত্তরা ইব্রাহিম নামে এক যুবককে গুলি করে হত্যা করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সন্ত্রাসীদেরকে ধরার জন্য কাজ করছেন।

এর আগে, শনিবার (১৯ এপ্রিল) রাতে ভাত খাওয়ার সময় দক্ষিণ রাউজানের বাগোয়ান ইউনিয়নের গরীবুল্লাহ পাড়ায় যুবদলকর্মী মুহাম্মদ আবদুল্লাহ মানিককে গুলিতে হত্যা করা হয়।


আমার বার্তা/এল/এমই