সখিপুরে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ২১:২৯ | অনলাইন সংস্করণ
মনির হোসেন(মাল্টিমিডিয়া প্রতিনিধি )সখিপুর:

টাঙ্গাইলের সখিপুরে ধানক্ষেত থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার কালিয়া পাড়া ঘোনার চালা (পূর্বপাড়া) এলাকায় আমেনা বেগম (৪০) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ । আমিনা বেগম ওই এলাকার প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী।
পুলিশ ও পারিবারিকসূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে খাবারের পর ওই গৃহবধূ তার সন্তানদের বলেন, ‘তোর আব্বা বিদেশ থেকে ফোন দিয়েছে। আমি বাইরে গেলাম, ঘরের দরজা আটকে শুয়ে থাক।' এই বলে তিনি বাইরে যান। রাতে আর ঘরে না আসায় অনেক খোঁজাখুঁজির পর সকালে ধানক্ষেতে ওই গৃহবধূর মরদেহটি দেখতে পাওয়া যায়। পরে থানা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওই গৃহবধূ এক ছেলে ও এক মেয়ের মা।
সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।