সরাইলে শিশু সুরায়ার পাশে মানবিক মানুষেরা; শারিরীক অবস্থা উন্নতি

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ২১:১৫ | অনলাইন সংস্করণ

  আতিকুল ইসলাম(মাল্টিমিডিয়া প্রতিনিধি)সরাইল:

ছবি : প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের নিজ সরাইল গ্রামের ৮ বছরের শিশু সুরায়া আক্তার। গত প্রায় ৪ মাস পূর্বে আগুনে পুড়ে যায় তার শরীরের বেশিরভাগ অংশ। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে নিয়ে ভর্তি করানো রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। 

সুরায়ার বাবা মোঃ মরম আলী পেশায় একজন রিকশাচালক। অভাব অনটনের সংসারে নুন আনতে পান্তা ফুরানোর দশা তাদের। এমতাবস্থায় মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছিলেন তিনি।

বিষয়টি জানতে পেরে মানবিক দৃষ্টিকোণ থেকে সুরায়ার চিকিৎসার অর্থ জোগাড় করতে কাজ শুরু করেন সমাজকর্মী কামাল উদ্দিন সজল, সমাজকর্মী হারুন মিয়া, ছাত্র প্রতিনিধি ইফরান খাঁন, মোঃ আল আমীন, স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের সরাইল ও অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন। এছাড়াও সুরায়ার এলাকাবাসী ও নানা সময়ে সহযোগিতা করে গেছেন। 

সকলের সার্বিক সহযোগিতা'য় ৪ মাস টানা চিকিৎসা ও অপারেশন শেষ করে শিশু সুরায়াকে নিয়ে বাড়ি ফিরেছে তার পরিবার। 

এ বিষয়ে শিশু সুরায়ার বাবা মরম আলী বলেন, আল্লাহর কাছে শুকরিয়া তিনি আমার মেয়েকে সুস্থ রেখেছে। আমি গরিব মানুষ। এত টাকা খরচ করে চিকিৎসা করার কোনো ব্যবস্থা আমার ছিল না, যাদের উছিলায় আমার মেয়ের চিকিৎসার টাকা ব্যবস্থা হয়েছে আল্লাহ তায়ালা তাদের ভালো রাখুক। আমার পুরো পরিবার তাদের জন্যে দোয়া করি। 

সুরায়ার চিকিৎসার বিষয়ে তিনি বলেন, চিকিৎসক বলেছে অপারেশন সম্পন্ন হলেও পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। এর মাঝে কয়েকবার ঢাকা নিয়ে ড্রেসিং করাতে হবে।