নারায়ণগঞ্জ বন্দরে ডোবা থেকে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১৩:৪০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

নারায়ণগঞ্জ বন্দরে একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় রেদোয়ান (৯) নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার চন্ডিতলার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রেদোয়ান বরিশাল জেলার কলাপাড়া থানার মোস্তফাপুর এলাকার শাহজাহান খলিফার ছেলে। সে নবীগঞ্জ জামিয়া আরবীয়া দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার তৃতীয় শ্রেণীর ছাত্র। তারা দীর্ঘ দিন ধরে বন্দর থানার ২৩নং ওয়ার্ডের কবিলের মোড় এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।

স্থানীয়রা জানান, এর আগে  মঙ্গলবার  সকাল ১১টা নাগাদ খেলা করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে ওই ছাত্র এরপর থেকেই নিখোঁজ। পরে চন্ডিতলার একটি ডোবায় ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানায়, বুধবার সকালে কুশিয়ারা এলাকাবাসীরা চন্ডিতলার একটি ডোবায় ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

এরপর থানার উপ-পরিদর্শক মো. হুমায়ুন কবিরসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে এসে ওই ডোবা থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। খবর পেয়ে মৃত মাদরাসা ছাত্রের স্বজনরা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করে।

এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


আমার বার্তা/এল/এমই