আরাকান আর্মির হাতে আটক ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১৫:৪৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

কক্সবাজারে টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আরাকান আর্মির হাতে আটক রোহিঙ্গাসহ ৫৫ জেলেকে ফেরত আনল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে শাহপরীর দ্বীপ জেটি ঘাট দিয়ে তাদের ফেরত আনা হয়। ফেরত আসা জেলেদের মধ্যে ১৩ জন বাংলাদেশি ৪২ জন রোহিঙ্গা।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান। তিনি বলেন, নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আরাকান আর্মির হাতে আটক হাওয়া বিজিবির সহায়তায় ৫৫ জন জেলেকে ফেরত আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা ও তথ্য যাচাই-বাছাই চলছে। সব প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই কর্মকর্তা।


আমার বার্তা/এমই