সালথা সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ১৯:৪৮ | অনলাইন সংস্করণ
সাজ্জাদ হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে ফরিদপুরের সালথা উপজেলার সালথা সরকারি কলেজে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বাংলা নববর্ষ - ১৪৩২ উদযাপিত হয়। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯.৩০ মিনিটে সালথা সরকারি কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণ হতে একটি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে সালথা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।নববর্ষ উপলক্ষ্যে নয়নাভিরাম সজ্জায় সজ্জিত করা হয়েছিল কলেজ প্রাঙ্গণ।
এসময় কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, কলেজের প্রভাষক, মোঃ আব্দুল্যাহ মাছরুর খান, তাহমিনা আক্তার, সুবিমল কুমার বিশ্বাস, গৌতম কুমার বিশ্বাস, মোঃ সাখাওয়াত হোসেন, খন্দকার হেদায়েতুল ইসলাম, মোহাম্মাদ কামরুজ্জামান, নরেশ চন্দ্র বিশ্বাস, মোঃ আমীর হোসেন, চন্দন কুমার দাস, মোঃ ইকবাল হোসেন, বিধান চন্দ্র মন্ডল, সজল মজুমদার, অসীম কুমার মন্ডল, মোহাম্মদ আহাদুজ্জামান, খালেদা জামান, প্রিয়া রানী সাহা,সালথা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সামচুল হক সবুজ, সহ সভাপতি পিয়াস প্রমূখ।
পহেলা বৈশাখ উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষবরণ অনুষ্ঠানে সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সর্বজনীন উৎসব। বাঙালির লোকসংস্কৃতির সাথে বাংলা নববর্ষ ওতপ্রোতভাবে জড়িত। বাঙালি আবহমানকাল থেকে এই উৎসব পালন করে আসছে।