ঈশ্বরদী থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা মূলক সভা

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ২০:০৮ | অনলাইন সংস্করণ

  রাজিব আলী (মাল্টিমিডিয়া প্রতিনিধি) ঈশ্বরদী :

ছবি: প্রতিনিধি


পাবনার ঈশ্বরদীতে থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক সভা করেছে ঈশ্বরদী থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম।

মঙ্গলবার ( ৮ এপ্রিল ) দুপুরে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া বাবুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও ছাত্র ছাত্রীদের নিয়ে এই সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আঃ রাজ্জাক খান সহ অন্যান্য শিক্ষক, গভর্নিং মন্ডলির সদস্যবৃন্দ ও ছাত্র-ছাত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।

এ সময় ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোন থেকে দূরে রাখার পরামর্শ ও পড়াশোনা মনযোগী হওয়া। ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আইন-শৃংখলার প্রতি শ্রদ্ধাশীল করা, ছাত্র-ছাত্রীদের মধ্যে পুলিশের প্রতি ইতিবাচক ধারণা তৈরি, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি, ছাত্র-ছাত্রীদের মধ্যে নিরাপত্তা বোধ তৈরিসহ অনেক কিছু পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।