গাজীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ১৬:০৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা আনলাইন

গাজীপুর জেলার বাসন যোগীতলা এলাকায় শনিবার রাতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) রাতে ঢাকা-বাইপাস সড়কের যোগীতলায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন কুড়িগ্রাম নাগেশ্বরী থানার চন্ডীপুর গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে মাহাবুর রহমান বাবু (৪০) ও একই উপজেলার বাটুয়াখানা গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে মো. ওবাইদুল হক (৪৭)। নিহত দুইজনই মোটরসাইকেল আরোহী ছিলো।

বাসন থানা পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে ভোগড়া বাইপাস থেকে ওই দুইজন ঢাকার দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে তাদের মোটরসাইকেলটি যোগীতলা এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত পাল জানান, ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর বঙ্গতাজ মেডিকেল কলেজে পাঠনো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আমার বার্তা/এল/এমই

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button