বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ১৫:১৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা আনলাইন

রোববার সকাল থেকে আট দিন বন্ধ থাকার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর থেকে স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। এতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর এলাকায়। স্বাভাবিক ছিল চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপারও।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক মো. রেজাউল করিম শাহিন।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল (শনিবার) এবং শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ আট দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখেন ব্যবসায়ীরা। রোববার সকাল থেকেই আবারও এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ভারত, নেপাল ও ভুটানের বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করতে শুরু করেছে।

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার মো. আবুল কালাম আজাদ বলেন, ঈদ উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আট দিন বন্ধ ছিল। আজ সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ কবীর বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়েছে। এ ছাড়া পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

আমার বার্তা/এল/এমই