সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১৭:০৯ | অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে গণমাধ্যম কর্মীদের নিয়ে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন -২০২৫ উপলক্ষে প্রেস ব্রিফিংঅনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১ টায় সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. নুরুল আমিন জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সম্পর্কে ব্রিফ করেন। সিরাজগঞ্জ জেলায় ১৫টি স্থায়ী এবং ২ হাজার১শ ১২টি অস্থায়ী টিকাদান কেন্দ্র সহ মোট ২ হাজার ১শ ২৭টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৫২ হাজার ৪শ ৪৫ জন (৬-১১) মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন -এ ক্যাপসুল এবং ৪ লাখ ২২ হাজার ৪৪২ জন (১২-৫৯) মাস শিশুদের একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই জাতীয় ভিটামিন 'এ' প্লাস কার্যক্রম বাস্তবায়ন করছে।
এতে সিরাজগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আমার বার্তা/মোছা. শাহীদা খাতুন/এমই