ইশ্বরদীতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের দোয়া মাহফিল

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ২০:৪০ | অনলাইন সংস্করণ

  রাজিব আলী (মাল্টিমিডিয়া প্রতিনিধি) ইশ্বরদী:

ছবি:আমার বার্তা

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর আয়োজনে  সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান ও সাবেক বিরোধীদলের চীফ হইপ জয়নুল আবেদীন ফারুক সহ অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২১ জানুয়ারী) পাবনার ইশ্বরদীতে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতউল্লাহ বুলু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব । এতে সভাপতিত্ব করেন  (জিসাস) কেন্দ্রীয় কমিটির সভাপতি এম গিয়াসউদ্দিন খোকন। এছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন ।