কয়রায় রাস্তা সংস্কার কাজ বন্ধ; জন দুর্ভোগ চরমে
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১৮:৩০ | অনলাইন সংস্করণ
মোঃ রউফ (মাল্টিমিডিয়া প্রতিনিধি) কয়রা :
খুলনার কয়রা উপজেলা সদর ইউনিয়নের হাইস্কুল মোড় হয়তে ৪ নং কয়রা সরকারি পুকুর পাড় প্রায় ৩ কিলোমিটার রাস্তা সংস্কার কাজ বন্ধ থাকায় চলাচল চরম দুর্ভোগ পোয়াচ্ছ এলাকা বাসি।
২২ জানুয়ারি ঐ এলাকায় ঘুরে দেখা গেছে রাস্তা টি সংস্কার করার জন্য পুরাতন পিচের ঢালাই তুলে নতুন করে কার্পেটিং শুরু করে তপন ট্রেডার্স। রাস্তায় খোয়া দিয়ে চেপে থুয়ে চলে যায় ঠিকাদার। কাজ বন্ধ থাকায় বাতাসে খোয়ার রাভিষ উড়ছে দূষিত হচ্ছে পরিবেশ। এই রাস্তা দিয়ে প্রতিদিন ৪ নং কয়রা ৫ নং কয়রা ৬ নং কয়রা ৩ নং কয়রা উত্তর বেদকাশি ইউনিয়নের সাধারণ কয়েক হাজার মানুষ চলাচল করে।
স্থানীয় এক মুদি দোকানদার বলেন রাস্তা টা সংস্কার করার জন্য বহু দিন খোয়া দিয়ে রেখেছে কাজ হয়না দোকানে থাকা বিভিন্ন খাওয়ার জিনিস পাত্রে বাতাসে উড়ে রাভিষ পড়ছে খাওয়ার জন্য অনুপযোগী হচ্ছে। স্থানীয় আর এক বাসিন্দা বলেন প্রতিদিন এই রাস্তা দিয়ে আমাদের ছোটো, ছোটো ছেলে-মেয়রা স্কুলে যায় রাস্তার রাভিষ উড়ছে তার কারণে অসুস্থ হয়ে পড়ছে।আমাদের দাবি রাস্তা টি দূরত সময়ে মধ্যে সংস্কার কাজ শেষ হলে ভালো হতো। কয়রা মদিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন আমাদের ছাত্র-ছাত্রীরা সহ এলাকার সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাফেরা করে রাস্তা টা সংস্কার কাজ বন্ধ থাকায় দিন, দিন চলাচলে অনুপযোগী হয়ে উঠছে রাস্তা টি সংস্কার করে দিলে সবাই উপকৃত হবে।
রাস্তা টি সংস্কার কাজের ব্যায় ধরা হয়েছে ১ কোটি ২৩ লক্ষ টাকা।অত্র ওয়ার্ডের ইউপি সদস্য জী এম মিজানুর রহমান কোহিনুর বলেন রাস্তা টার সংস্কার কাজ বন্ধ থাকায় এলাকার সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোয়াচ্ছ অস্বাস্থ্যকর পরিবেশ তৈরী হচ্ছে। কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান এস এম লুৎফর রহমান বলেন রাস্তা টি দূরত সংস্কারের জন্য আমরা চেষ্টা করছ আশা করছি খুব দূরত কাজ শুরু হবে। বিষয় টা নিয়ে কথা বলেছিলাম উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী (এলজি ইডি) দারুল হুদা বলেন ঠিকাদার অর্থনৈতিক সংকটের করনে তার কাজটি বাতিল করা হয়েছে। দূরত সময়ের ভিতরে অন্য ঠিকাদারের মাধ্যমে কাজ টি শেষ শেষ করা হবে।