জামালপুরে ডিবির অভিযানে হেরোইন সহ আটক ৩

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১৮:১৩ | অনলাইন সংস্করণ

  শেখ ফজলে রাব্বি (মাল্টিমিডিয়া প্রতিনিধি) জামালপুরঃ

ছবি:সংগৃহীত

জামালপুর ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইন সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ।  গ্রেপ্তারকৃতরা হলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর শহরের বাওয়ার কুমারজানী উত্তর পাড়া গ্রামের মরহুম মকবুল হোসেনের ছেলে মোঃ মোশারফ হোসেন(৪০), একই এলাকার মরহুম মজিবর রহমানের ছেলে মোঃ সালমান মিয়া(২৭), শরিফ মিয়ার ছেলে মোঃ রাজু মিয়া(৩৮)। তাদের বিরুদ্ধে বুধবার ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর ২৯(গ)/৪১ মামলা ধায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জামালপুর ডিবি ১ ওসি মো: নাজমুস সাকিব।

তিনি আরো জানান,  জামালপুর জেলার পুলিশ সুপার  সৈয়দ রফিকুল ইসলাম এর নির্দেশনায়  প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে ডিবি-১ এর অভিযানিক দল গত মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে  জামালপুর পৌর শহরের জামালপুর টু টাঙ্গাইল মহাসড়কের পাশে খুপিবাড়ি  রাজন চৌধুরী বাড়ীর সামনে ফাকা জায়গায় থেকে পঞ্চাশ গ্রাম হেরোইন সহ ৩ জন মাদক ব্যবসায়কে আটক করে কার্যালয়ে নিয়ে আসে । 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিগন মাদক ব্যবসার কথা স্বীকার করেছে।  তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।