জাতীয় শিক্ষক দিবসে ইন্দুরকানীতে শিক্ষকদের র‍্যালি

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ২১:৫২ | অনলাইন সংস্করণ

  মোঃ আরিফুল ইসলাম(মাল্টিমিডিয়া মিডিয়া) ইন্দুরকানী :

ছবি:আমার বার্তা

জাতীয় শিক্ষক দিবসে পিরোজপুরের ইন্দুরকানীতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার চন্ডিপুর বাজারে প্রধান সড়কে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। 

দুপুর ১২টায় কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কৃষ্ণচূড়া মোড়ে এসে শেষ হয়। 

র‍্যালিতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উপজেলা সভাপতি এম আহসানুর ছগির, সাধারণ সম্পাদক খান মোঃ নাসির উদ্দিন, কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার রায়, আজিজিয়া দাখিল মদ্রাসার সুপার মাওলানা সরোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন এবং শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।