জলঢাকা থানার নতুন ওসির চমক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১৪:৪৬ | অনলাইন সংস্করণ
মোঃ মিরাজুর রহমান(মাল্টিমিডিয়া প্রতিনিধি) জলঢাকা:
নীলফামারী জেলার জলঢাকা থানার নতুন ওসি কর্মস্থলে যোগদানের কয়েক দিন না যেতেই জলঢাকার সাবেক কমিশনার সহ মোট ১৪ জন জুয়ারীকে গ্রেপ্তার করে চমক তৈরি করেছেন । এরপর থেকে এলাকার বিভিন্ন মহলে চলছে তার প্রশংসা। শুক্রবার রাত ৭.৫০ মিনিটে অভিযান চালিয়ে এই ১৪ জুয়ারীকে গ্রেফতার করা হয় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।’
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জলঢাকা পৌরসভার মাথাভাঙা ওয়ার্ডের হাসানুর রহমান (৩৬), বাবু চন্দ রায় (৪২), বিনয় দাস (৪২), রহিদুল ইসলাম (৩৩), আব্দুল মজিদ (৫৪), আমিনুল্লাহ (৫৯), শ্রী শৈইলান চন্দ (৩৩), ইসমাইল হোসেন (৬৫), বালাগ্রাম ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের তাপস চন্দ্র রায় (২৯), বগলাবাড়ি গ্রামের ছৈইদিব চন্দ্র রায় (৩৪), পরিমল চন্দ্র রায় (৩৫), জিয়া চন্দ্র রায় (৪৭), দন্দি পরি এলাকার কামরুজ্জামান (৫২), মুদিপাড়া এলাকার হামিদুর রহমান (৫৩) । গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছে নগদ অর্থ খেলার সরঞ্জামতি ও বিভিন্ন মডেলের মোবাইল ফোন জব্দ করা হয়।যাহা পুলিশ হেফাজতে আছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জুয়ার সঙ্গে জড়িত। বিভিন্ন প্রলোভন ও নানান কৌশলে বিভিন্ন ভাবে প্রতারণা করে কয়েক কোটি টাকা নেয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় । আইনি প্রক্রিয়া শেষে জেল হাজতে পাঠানো হবে।আগামীকাল মামলা দিয়ে কোর্টে চালান দিবেন বলে ওসি মহাদয় আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানিয়েছেন।