বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১৪:৪৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বান্দরবানের আলীকদমে ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার চৈক্ষ্যং ইউপির তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মো. বেলাল নামে এক মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া গেলেও অন্য দু’জনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী পাখী বেগম বলেন, আলিকদম থেকে দুটি ট্রাক প্রতিযোগিতা দিয়ে বেপরোয়া গতিতে লামা উপজেলার দিকে যাচ্ছিল। এসময় তারাবুনিয়া এলাকায় পৌঁছালে কক্সবাজার (ল-১১২৩৮৮) ট্রাকটি বিপরীত দিকগামী তিন মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজনই নিহত হন।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।


আমার বার্তা/এমই