পাথরঘাটায় ৭৪ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১৪:২২ | অনলাইন সংস্করণ
মো.জিয়াউল ইসলাম(মাল্টিমিডিয়া প্রতিনিধি) পাথরঘাটা :
বরগুনার পাথরঘাটায় গোপন সংবাদের ভিত্তিতে ৭৪ পিস ইয়াবাসহ মিঠুন কান্তি হাওলাদার (২৯) এক ব্যবসায়ীকে আটক করেছে পাথরঘাটা কোষ্টগার্ড ।
১৭ জানুয়ারি শুক্রবার দুপুর ১২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটা কর্তৃক পাথরঘাটা সদর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড সংলগ্ন চরলাঠিমারা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বিশেষ অভিযান পরিচালনাকালে ৭৪ পিস ইয়াবাসহ মিঠুন কান্তি হাওলাদার (২৯) নামে ০১ জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মিঠুন কান্তি হাওলাদার (২৯) বাগেরহাট জেলার সরনখোলা থানাধীন ১ নং ধনসাগর ইউনিয়নের রাজাপুর এলাকার বাসিন্দা মৃত পরিমল কান্তি হাওলাদান এর ছেলে।
পরবর্তীতে জব্দকৃত ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিনিয়ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায়
পাথরঘাটায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।