বাউফলে সড়ক দূর্ঘটনায় চালক নিহত, গুরুতর আহত ২
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১৮:২৩ | অনলাইন সংস্করণ
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে গোলাবাড়ি-কালিশুরী সড়কের চন্দ্রপাড়া জোড়পোলের কাছে টমটম গাড়ি উল্টে একজন নিহত ও দুইজন আহত হয়েছে।
সোমবার ( ১৩ জানুয়ারি ) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় বয়াতি (২৩) উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের দুলাল বয়াতির ছেলে।
ঘটনার স্থলে গিয়ে জানা যায়,টমটমট গাড়িটি চন্দ্রপাড়া চৌমুহনী বাজার থেকে বাউফল শহরের গোলাবাড়ির উদ্দেশ্যে ছেড়ে আসে।গাড়িতে চালকসহ তিনজন লোক ছিলো। টটমটি দ্রুতগতিতে জোড়পুলের কাছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পরে যায়। স্থানীয় লোকজন আহত অবস্থায় রমজান (২০), সবুজ (৩৫) ও টমটম চালক হৃদয়কে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক টমটম চালক হৃদয়কে মৃত ঘোষণা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, দূর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।