বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুরের সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১৮:২৯ | অনলাইন সংস্করণ
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও ব্যবসার সাথে জড়িত বৃহত্তম চট্টগ্রাম জেলার অধিবাসীদের নিয়ে প্রতিষ্ঠিত সংগঠন বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুরের সাধারণ সভা শুক্রবার সন্ধায় অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের শিমুলতলীতে অবস্থিত মেঘডুবি কনভেনশন সেন্টারে বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে এ সাধারন সভা অনুষ্ঠিত হয়।
মো. আলী নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মো. নজরুল ইসলাম । এতে বক্তব্য রাখেন, জীবন সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফখরুল ইসলাম, আ হ ম কামরুজ্জামান চৌধুরী, মো. জাহেদ হোসেন, ম. জগলুল আলম, মো. বোরহান উদ্দিন , পিকলু বড়ুয়া প্রমূখ।
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৬ গঠনের জন্য মো. সেলিম হোসেনকে চেয়ারম্যান এবং মো. আবু রেদোয়ান ও মো. আবুল খায়েরকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এছাড়া সভায় সদস্য সংখ্যা বৃদ্ধি, সমিতির সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা,সমিতির সদস্যদের মেডিক্যাল কার্ড প্রদান, পরিচয়পত্র প্রদান, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা, নানা প্রাকৃতিক দুর্যোগে এলাকায় সামাজিক কার্যক্রমে অংশ গ্রহন, পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধি ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সমিতির সকলের সার্বিক সহযোগিতা কামনা করে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সাধারণ সভার সমাপ্তি ঘোষনা করা হয়। শেষে সকল সদস্য ও আমন্ত্রিতরা নৈশভোজে অংশ গ্রহন করেন ।
আমার বার্তা/প্রতাপ কুমার গোপ/এমই