আমীরে জামায়াত আগমন উপলক্ষে নাটোরে উৎসবের আমেজ
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৫ | অনলাইন সংস্করণ
হযরত আলী( মাল্টিমিডিয়া প্রতিনিধি) নাটোর :
নাটোর জেলার গুরুত্বপূর্ণ মোড়সহ শহরের সর্বত্রই সাজ সাজ রব। রয়েছে মানুষেদের মাঝে উৎসবের বাড়তি আমেজ। এসকল সাজ ও উৎসবের মূলে রয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন। আগামী ০৩ জানুয়ারী নাটোর সফরে আসবেন মানবতার ফেরিওয়ালা ও জননেতা আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান।
নাটোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ড. মীর নরুল ইসলাম বলেন, আগামী ০৩ জানুয়ারী নাটোর শহরের নবাব সিরাজউদ্দৌলা কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান।
সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ০৩ জানুয়ারী শুক্রবার সকাল (৯.৩০) আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নাটোর শহরের নবাব সিরাজউদ্দৌলা কলেজ মাঠে কর্মী সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ইতিমধ্যে বিতরণ করা হয়েছে হাজার হাজার লিফলেট, সাটানো হয়েছে বেশ কয়েক হাজার পোস্টার। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে টাঙানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। বেশ কিছু দিন ধরে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। পাড়া-মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন ও হাট বাজারে করা হয়েছে প্রস্ততি সভা-সমাবেশ ও মিছিল। এছাড়া চলছে গোটা এলাকায় মাইকিং।
তিনি প্রত্যাশা নিয়ে বলেন, এই কর্মী সম্মেলনে লক্ষাধিক কর্মীর সমাগম ঘটবে। এটি হবে স্মরণকালের ইতিহাস জনসমাগম। দীর্ঘ কয়েক বছর পর নাটোর জেলা জামায়াতের এই কর্মী সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মাওলানা রফিকুল ইসলাম খান সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী। অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম আমীর , বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা।