এবার সাদপন্থী শীর্ষ আরেক নেতা জিয়া বিন কাসেম গ্রেপ্তার
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩:২৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন
গাজীপুর টঙ্গীর ইজতেমার ময়দানে সংঘর্ষে নিহতের ঘটনায় সাদপন্থী শীর্ষ আরেক নেতা জিয়া বিন কাসেম গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, সা’দপন্থী কর্তৃক টঙ্গীতে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়া বিন কাসিমকে চট্টগ্রাম ডবলমুরিং এলাকা থেকে সকালে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে পুলিশের গাড়িতে করে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসা হচ্ছে৷