বিএনপি সমর্থিত দুই মেম্বারের সামাজিক বিরোধে প্রাণ গেল যুবকের
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৮ | অনলাইন সংস্করণ
মোঃ তারিকুল ইসলাম তুহিন,মাগুরাঃ
মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা বাজারে বিএনপি সমর্থিত দুই ইউপি সদস্যের সামাজিক আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে শরিফুল ইসলাম নামে এক যুবক খুন হয়েছেন। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেরইল পলিতা বাজারে এ হত্যাকাণ্ড ঘটে।
শরিফুল ইসলাম (৩৫) বেরইল পলিতা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য আকবর হোসেনের ছেলে।স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদের নির্বাচনকেন্দ্রিক আধিপত্য বিস্তার নিয়ে বেরইল পলিতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য বিএনপি নেতা গাজী রেজা এবং সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বি এন পির সহ-সভাপতি আকবর হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে ২০০৮ সালে আকবর হোসেনের লোকজন গাজী রেজার লোকজনের ওপর হামলা চালায়। তারই জের ধরে নতুন করে এ হতাহতের ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে শরিফুল ইসলাম বেরইল পলিতা বাজারে সঞ্জিবনের সেলুনে শেভ করার জন্য বসে ছিলেন। এমন সময় পূর্ব পরিকল্পনা অনুসারে ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার গাজী রেজার লোকজন অতর্কিতে ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কোপাতে থাকে হত্যার উদ্দেশ্যে কোপানোর সময় তাহার শরীর থেকে পা দ্বিখন্ডিত হয়ে যায় এবং সেখানেই তাহার মৃত্যু নিশ্চিত করে হামলা কারিরা স্হান ত্যাগ করে। ঘটনার পরে স্হানীয় লোকজন গুরুতর জখম হওয়া শরিফুল ইসলাম কে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন।
এই ঘটনার বিষয়ে শরিফুলের চাচাত ভাই জানান আমার ভাই পলিতা বেরইল বাজারে শেভ করার জন্য সন্জীবনের সেলুন গিয়ে বসলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বর্তমান ইউপি সদস্য গাজী রেজার ছেলে সাগর,তুফান তার ভাস্তে মুস্তাক,আসলাম মাহাবুব শিকদারের পুত্র সম্রাট বর্তমান চেয়াম্যান এনামুল হক রাজার পুত্র রিসান মনির ডাকাত মনিরামপুরের কাদেরের ছেলে মিরাজুল সহ ১০ থেকে ১২ জন উপস্থিত ছিলেন। তিনি আরো জানান ঘটনাস্হলে চেয়ারম্যান এনামুল হক রাজা ও ইউপি সদস্য গাজী রেজা উপস্হিত থেকে হুকুম দিয়ে এই নৃশংস্য হত্যা কাম্ড পরিচালনা করেন। এলাকায় থমথমে পরিস্হিতি বিরাজ করছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।