চট্টগ্রামে সাদাকা ফান্ডের বর্ষপূর্তি উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৪ | অনলাইন সংস্করণ

  মোঃ সৈয়দ মিয়া ( মাল্টিমিডিয়া প্রতিনিধি) চট্টগ্রাম:

ছবি: আমার বার্তা

চট্টগ্রামে  স্টিল মিল খেজুরতলা সমাজের গরীব ও অসহায় মানুষের সেবায় নিয়োজিত সাদাকা ফান্ড কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী সম্মেলন- ২০২৪ খ্রিঃ অনুষ্ঠিত হয়।

শুক্রবার(২০ ডিসেম্বর)২৪ খ্রিঃ- বেলা ২ ঘটিকার সময় স্টিলমিল খেজুরতলা রোডের শেষ মাথায়, সাগর পাড় স্থানে অনুষ্ঠিত হয়েছে।উক্ত সম্মেলনে অসহায় মানুষের সাহায্যের লক্ষে সদস্যদের মধ্যে মতবিনিময় ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়।উক্ত অনুষ্ঠানে ফান্ডের উদ্দেশ্য,কার্যক্রম, বাস্তবায়ন সম্পর্কে দিকনির্দেশনা তুলে ধরা হয়,এবং একটি মানব কল্যানে নিবেদিত সেবামূলক ফাউন্ডেশন গড়ার লক্ষে, সকল সদস্য প্রতিশ্রুতিবদ্ধ হন।

এ-সময় অতিথির মাধ্যমে  একজন গরীব ও অসহায় মানুষের হাতে সাদাকা ফান্ডের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেন এবং একজন গৃহহীন শারীরিক প্রতিবন্ধী ও অসহায় মানুষের  জন্য গৃহের ভিত্তি প্রস্তর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথিঃ হিসেবে উপস্থিত ছিলেন,  মোঃ আলমগীর সমাজসেবা অফিসার, শহর সমাজসেবা কার্যালয় -২, চট্টগ্রাম।বিশেষ অতিথিঃ হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী শিকদার এক্সিকিউটিভ ডিরেক্টর, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন।ও হাকিম  মোহাম্মদ সেলিম রেজা, সমাজ সেবক ও প্রভাষক চট্টগ্রাম ইউনানী মেডিকেল কলেজ।

এতে আরও উপস্থিত ছিলেন সাদাকা ফান্ডের বিভিন্ন প্রতিনিধি ও সদস্যবৃন্দ এবং সমাজের নানান শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আশরাফুজ্জামান সভাপতি সাদাকা ফান্ড।  প্রমুখ