খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কে মায়ের সামনেই শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ১৯:০১ | অনলাইন সংস্করণ

  শফিক ইসলাম,খাগড়াছড়ি :

শিশুর মর্মান্তিক মৃত্যু


বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকার দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলাস্থ ৪নং মাইসছড়ি ইউনিয়নে নুনছড়ি পুলিশ ফাঁড়ির পাশে সড়ক দূর্ঘটনায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার রশিদ নগর এলাকার মোঃ আব্দুল আলিম(৩৫) এর সন্তান নিহত মোঃ আলিফ(০৫) আজ সকালে দীঘিনালা থেকে নানা বাড়ি মাইসছড়ি বেড়াতে আসার সময় নুনছড়ি পুলিশ ফাঁড়ির পাশের খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কে নিহত হন।

জানা যায় খাগড়াছড়ি বাস টার্মিনাল থেকে ভাড়ায় চালিত লোকাল সিএনজিতে(মাহিন্দ্রা) করে আসতেছিলেন নিহত আলিফ ওর তার মা ও ভাই সহ, গন্তব্য পৌচ্ছানোর পরে সড়কের  এক পাশে সিএনজি(মাহিন্দ্রা) থামলেই সড়কের অপর পাশে নানীকে দেখে দৌড় দিলে উল্টা দিক থেকে আসা একটি পিকাপ কন্ট্রোল করতে না পারায় সোজা ধাক্কা দেয় নিহত আলিফকে এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু আলিফের। এ সময় তার মা ভাড়া দিচ্ছিলেন চালককে।

এ বিষয়ে মহালছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিকাপটি জব্দ করা হয়েছে, চালক ও হেলপারের পরিচয় না পাওয়ায় অজ্ঞাত নামায় মামলা করা হয়েছে গাড়ির নাম্বর লিপিবদ্ধ করে।