পিরোজপুরে চুরি যাওয়া মোবাইল ও প্রতারণার মাধ্যমে হারানো টাকা উদ্ধার

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ১৮:১০ | অনলাইন সংস্করণ

  পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে চুরি ও হারিয়ে যাওয়া ২৫ মোবাইল ও বিকাশ থেকে প্রতারণার মাধ্যমে হারানো টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে তুলে দিলো জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভা কক্ষে ২৬ জন ভুক্তভোগীর হাতে মোবাইল ও টাকা হস্তান্তর করেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

এ সময় পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, জেলার প্রতিটি থানায় অসংখ্য জিডি হয়। এর উল্লেখযোগ্য জিডি মোবাইল হারানোর। এছাড়া বিকাশের টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে যাওয়ার অভিযোগও পাওয়া যায়। এই অভিযোগ গুলো পাওয়ার সাথে সাথে পুলিশের আইসিটি এবং মিডিয়া শাখা তৎপর হয়ে যায়। তাদের তৎপরতায় আমরা এ মাসে ২৫টি মোবাইল ও বিকাশ থেকে প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া পনেরো হাজার টাকা উদ্ধার করেতে সক্ষম হই। এর প্রেক্ষিতে আজ ভুক্তভোগীদের হাতে মোবাইল ও টাকা তুলে দিয়েছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. মুকিত হাসান খাঁনসহ পুলিশের আইসিটি ও মিডিয়া শাখার সদস্য বৃন্দ।

 

আমার বার্তা/মো. মনিরুল ইসলাম চৌধুরী/এমই