জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার দুপুরে এ উপলক্ষ্যে সমাবেশ ও র্যালির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষকদল জামালপুর জেলা শাখা।
শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে জেলা কৃষকদলের আহবায়ক মাজেদুল ইসলাম সাত্তারের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ মো: আব্দুল্লাহ আল-মাসুদ, জেলা কৃষকদলের সদস্য সচিব গাউসুল আজম শাহিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতারা হাজার কোটি টাকা লুটপাট করেছে। সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ নি:স্ব হয়ে পড়েছে। এখন আওয়ামী লীগের লুটপাটের খেসারত দিচ্ছে সাধারণ মানুষ।
গত সতের বছর কৃষকরা তাদের সম্মান ও অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সাধারণ কৃষকরা পরিশ্রম করে ফসল ফলিয়েছে কিন্তু বাজারে গিয়ে তারা ন্যায্য মূল্য পায়নি। বিএনপি কৃষকদের স্বার্থ রক্ষার দল, আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে কৃষকের স্বার্থ রক্ষা করবে। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।