চুনতি ডটকম ম্যারাথন এর ৩য় আসর ১৩ ডিসেম্বর

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০০:৫৯ | অনলাইন সংস্করণ

  তাহমিদ কাউছার(মাল্টিমিডিয়া প্রতিনিধি)লোহাগাড়াঃ

চুনতি ডটকম ম্যারাথন

বাংলাদেশের গ্ৰাম ভিত্তিক প্রথম ওয়েবসাইট 'চুনতি ডটকম' এর ব্যবস্থাপনায় ৩য় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চুনতি ডটকম ম্যারাথন ২০২৪। আগামী ১৩ ডিসেম্বর সকাল ৬টায় চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি গ্ৰামের নৈস্বর্গিক সৌন্দর্য পরিবেষ্টিত ইসহাক মিয়া সড়কে অনুষ্ঠিত হবে এই ম্যারাথন । প্রথম ও দ্বিতীয় আসরের মতই এবার ও  পৃষ্ঠপোষকতায় থাকছে  কনফিডেন্স সল্ট লিঃ। 

শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, তথ্য প্রযুক্তি, ধর্মীয় ধ্যান ধারণা,  সামাজিক ও মানবিক উদ্যোগে সম্মিলিত আয়োজন এবং সার্বজনীন অংশগ্রহণে বাংলাদেশের একটি অনন্য গ্রাম লোহাগাড়া উপজেলার চুনতি। এই গ্ৰামের স্বাক্ষরতার হার প্রায় শতভাগ। তথ্য প্রযুক্তি ও আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে অসংখ্য নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবকদের নিরলস পরিশ্রম ও সহযোগিতায় ২০০৭ সালে যাত্রা শুরু করা চুনতি ডট কম গ্ৰামের ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ এর পাশাপাশি চুনতি ও চুনতির মানুষের  অনেক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত সংরক্ষণ করে আসছে।  

চুনতি এলাকার মানুষের সার্বজনীন প্লাটফর্ম হিসেবে চুনতি ডট কম এর ব্যানারে পারিবারিক পুনর্মিলনী, ইফতার মাহফিল, শিক্ষা সামগ্রী বিতরণ, মানবিক কার্যক্রম হিসেবে কোভিড -১৯ এর সময় ঔষধ সামগ্রী, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, নগদ সহায়তা, বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ ইত্যাদি সুষ্ঠু ও স্বচ্ছতার মাধ্যমে পালন করে আসছে। এছাড়া অনলাইনে চুনতির সুপরিচিত বিদগ্ধজনের অংশগ্রহণ বিভিন্ন শিক্ষমূলক, সচেতনতা মূলক ও বিনোদনমূলক অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজন করা হয় চুনতি ডট কমের উদ্যোগে। 

স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে চুনতি ডট কম ২০২২ সালে ১ম বারের মত ম্যারাথন আয়োজন করে যেখানে ২৭৩ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। ২০২৩ সালের ২য় আয়োজনে ৪৭২ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। চুনতি ডট কম ম্যারাথন ২০২৪ এ ইতিমধ্যে ২৫ টি জেলা থেকে ৬৩০ জন দৌড়বিদ নাম নিবন্ধন করেছেন। চুনতি ডট কম ম্যারাথন ২০২৩ এর ইভেন্টে থিম ছিল জাতিসংঘ ইকুয়েটর পুরস্কার প্রাপ্ত চুনতি ওয়াইল্ড লাইফ তথা চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য। 

চুনতি ডট কম ম্যারাথন ২০২৪ এর থিম হিসেবে নির্বাচন করা হয়েছে “Chunati-A Hub of Educational Excellence”। পাকিস্তান আমলে এক জরীপে চুনতি বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত গ্রাম হিসেবে নির্বাচিত হয়।এখানে আছে ১৮১০ সালে প্রতিষ্ঠিত ২১৪ বছরের গৌরবময় ঐতিহ্যের ধারক চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা, আছে ১৮৪ বছর আগে ১৮৪০ সালে প্রতিষ্ঠিত চুনতি হাকিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,আছে ১৯১৯ সালে প্রতিষ্ঠিত চুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আছে ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত চুনতি উচ্চ বিদ্যালয়, আছে নারী শিক্ষায় অনন্য দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামের একমাত্র সরকারি মহিলা কলেজ “চুনতি সরকারি মহিলা ডিগ্রী কলেজ” এবং ১৯৮২ সালে প্রতিষ্ঠিত “চুনতি ফাতেমা বতুল মহিলা ফাজিল মাদ্রাসা”। এছাড়া  ২০১৫ সালে নতুনভাবে সংযোজন হয়  “চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়”, “বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়” ও "চুনতি মেহেরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়"। আছে  ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর বাইরে মিলেনিয়াম উচ্চ বিদ্যালয় ও হা-মীম একাডেমী সহ আরও অনেক হেফজখানা, এতিমখানা, এবতেদায়ি মাদ্রাসা ও অনানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্র রয়েছে। মূলত চুনতির শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের ঐতিহ্যকে তুলে ধরতে এটিকে থিম হিসাবে নির্বাচন করা হয়েছে।

চুনতি ডটকম ম্যারাথনের ধারাবাহিক সফল আয়োজনের অন্যতম মূল চালিকাশক্তি বাংলাদেশ এর ভ্যাকুয়াম লবণ বাজারজাত করণ প্রথম প্রতিষ্ঠান কনফিডেন্স সল্ট লিঃ। এছাড়া সহযোগী হিসেবে আছেন ব্যক্তিবিশেষ শুভানুধ্যায়ী ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। চুনতি ডট কম ম্যারাথন ২০২৪ এ  মিডিয়া পার্টনার হিসেবে প্রচারণা সহযোগি হয়েছেন এন স্পোর্টস। এছাড়া বিগত বছর থেকে চট্টগ্রাম স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশনের সর্বাত্মক সহযোগিতা আমাদের প্রচার ও প্রসার অনবদ্য ভূমিকা পালন করছেন।

সদস্য সচিব যাহেদুর রহমান এর সঞ্চালনায় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ম্যারাথন দৌড় আহ্বায়ক ডাঃ মাহমুদুর রহমান। সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক কনফিডেন্স সল্ট লিঃ এর হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং  সরদার নওশাদ ইমতিয়াজ, ম্যারাথন আয়োজক কমিটির যুগ্ম সদস্য সচিব মাহমুদ জামান খান, কমিটির সদস্য ইসমাইল মানিক, বাবর হোসাইন সিদ্দিকী, মাসুদ বকুল, শিব প্রাসাদ দে, কাজী আরিফুল ইসলাম, মোহাম্মদ নাঈম নিমু, আবু মাসুম খান, জাবেদ আব্বাস ছিদ্দিকী, ফৈয়াজ উদ্দিন খান, সাইফুল মোহাম্মদ শ্রাবণ, নাজেম উদ্দিন ছিদ্দিকী, রেস ডিরেক্টর কাজী শরিফুল ইসলাম, আব্দুল আজিজ শোয়াইব, ইসহাক খান মুকুট প্রমুখ।