গজারিয়ার বাউশিয়া কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ২০:১৪ | অনলাইন সংস্করণ

  মুকবুল হোসেন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়নে  সন্ত্রাস মাদক নারী নির্যাতন চুরি ডাকাতি ছিনতাই ও গুজব প্রতিরোধে স্থানীয় জনগণের সাথে আলোচনা ও কমিউনিটি পুলিশ হিংসা বা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল তিন ঘটিকার সময়  মধ্যবাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে  গজারিয়া থানা আয়োজনে  দলমত সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

বাউসিয়া ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবাদুল্লাহ হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন  তদন্ত ওসি মোঃ আমিনুর রহমান।

আলোচ্য বিষয়ের উপর উপস্থিত অতিথি ও সম্মানিত ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন  বাউশিয়া ইউনিয়ন বিএনপি, সভাপতি, হাসমত তাতী,বাউশিয়া ইউনিয়ন , বিএনপি  সাধারণ সম্পাদক, আহাদ মাষ্টার,বালাদেশ জামায়াত  ইসলাম উপজেলা, সভাপতি,শাজাহান সরকার,জসাস জেলা সভাপতি, হাসান জাহাঙ্গীর,বিএনপি যুগ্ন আহব্বায়ক, ইঞ্জিনিয়ার মুকবুল  আহম্মেদ রতন,যুবদল যুগ্ন আহব্বায়ক  মাহাদী ইসলাম বাবু, যুবদল যুগ্ন আহব্বায়ক, নজরুল মেম্বার,বিএনপি যুবদল যুগ্ন  আহব্বায়ক আশরাফুল আলম সবুজ,শহীদ জিয়া  ছাতদল   বৈষম্য বিরোধ ছাত্রনেতা জহিরুল ইসলাম প্রমুখ। জেলা জাসাস সভাপতি হাসান জাহাঙ্গীর ও বিএনপি যুবদল যুগ্ন আহ্বায়ক   মাহাদী  ইসলাম হাসান বাবু বক্তব্যে বলেন  সন্ত্রাস মাদক  ছিনতাই চোরাচালান ডাকাতি বন্ধ করার লক্ষ্যে  স্থানীয়   উৎপাদনশীল শিল্প কারখানায়   এলাকার ১৫% যুবকদের  চাকরি নিশ্চিত করতে হবে।