ষড়যন্ত্র বন্ধ করুন না হয় উগ্রবাদী উসকানির পরিণতি ভালো হবে না

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮:২৯ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

রংপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধে ভারত তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য পাকিস্তানকে বাংলার মুক্তিকামী মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।

তিনি বলেন, ভারত যদি বাংলাদেশকে ছোট করে দেখে তাহলে ভারতের সরকার ভুলের স্বর্গরাজ্যে আছে। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এ দেশের জনগণ একাত্তরে স্বাধীনতা যুদ্ধ করে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করেছে। ভারতের কোনো সাহায্য নিয়ে আমরা স্বাধীনতা লাভ করিনি। ভারত তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ওই পাকিস্তানকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছে। আর আমরা মুক্তিকামী মানুষেরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাহাজ কোম্পানি মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।

বাংলাদেশবিরোধী ভারতীয় ষড়যন্ত্র, আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা-ভাঙচুর, পতাকা অবমাননা ও আগ্রাসনের প্রতিবাদে রংপুর মহানগর বিএনপি এ কর্মসূচি পালন করে। সমাবেশে বিএনপি নেতা সামু বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননা করেছে ভারতের উগ্রবাদী সন্ত্রাসীরা। আমরা এ ধরনের কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভারতকে মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশে তাদেরও দূতাবাস ও হাইকমিশন রয়েছে। আমরা হুঁশিয়ারি করে দিতে চাই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন, না হলে উগ্রবাদী উসকানির পরিণতি ভালো হবে না।

তিনি আরও বলেন, ভারতকে স্পষ্ট করে বলতে দিতে চাই, আমরা স্বাধীন দেশের নাগরিক হয়ে কারও দাসত্ব মেনে নিতে পারি না। আগামী দিনে ভারতের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাঠে থেকে কঠোর আন্দোলন গড়ে তুলতে পিছপা হবে না।

সামসুজ্জামান সামু বলেন, আমরা কারও করুণা নিয়ে রাষ্ট্র চালাতে চাই না। আমাদের সরকার ভারতের করুণার প্রয়োজন মনে করে না। ভারত যদি ভবিষ্যতে বাংলাদেশের কোনো পতাকা অবমাননা করার চেষ্টা করে, বাংলাদেশের কোনো নাগরিককে অপমান-অপদস্থ করার চেষ্টা করে, যদি কোনো হাইকমিশনে আঘাত করে তাহলে বাংলাদেশেও ভারতীয় কোনো হাইকমিশন আস্ত রাখা হবে না।‌

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আহ্বায়ক সামসুজ্জামান সামু। এ সময় রংপুর মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতী দল, মহিলা দল, ওলামা দল, জাসাসসহ মহানগরের ৩৩টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আমার বার্তা/এমই