ই-পেপার শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
বিচার দাবি আহতদের

ছাত্র-জনতার উপর গুলির নির্দেশদাতা এসিল্যান্ড বহাল তবিয়তে

আরফিনুল ইসলাম (মাল্টিমিডিয়া প্রতিনিধি) নীলফামারী:
২৩ নভেম্বর ২০২৪, ২০:২৪
বহাল তবিয়তে গুলির নির্দেশদাতা এসিল্যান্ড

নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ছাত্র-জনতার উপর গুলির নির্দেশদাতা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম আজও বহাল তবিয়তে একই কর্মস্থলে। অভ্যুত্থানের পর গণহত্যার দোসর ও নির্যাতনকারী সরকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তাকে বদলী ও ওএসডি করা হলেও বিনা প্রয়োজনে পুলিশকে গুলি চালানোর হুকুমদাতা এই কর্মকর্তা এখনও সৈয়দপুরে থাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই সাথে অন্তবর্তীকালীন সরকার ও বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের ভুমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় ছাত্র সমন্বয়ক, অভ্যুত্থানের স্বপক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়া বিরাজ করছে। তাই তারা এবিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী অনেকের মতে, গত ১৮ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় শান্তির শহর সৈয়দপুরের সার্বিক পরিবেশ অত্যন্ত শান্ত ও শৃঙ্খলাপূর্ণ ছিল। আন্দোলনকারীরা নিয়মতান্ত্রিকভাবে তাদের কর্মসূচী পালন করছিল। শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড় ও ট্রাফিক পুলিশ বক্স সংলগ্ন ১ নং রেলক্রসিং এলাকায় শত শত ছাত্র-জনতা অবস্থান করছিল আর ট্রাফিক বক্সে ছিল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিনুল হকসহ অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল দত্ত, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ও অফিসার ইনচার্জ (তদন্ত) এস এম রাসেল পারভেজ সহ রিজার্ভ পুলিশ সদস্যবৃন্দ। সেখানে কোন প্রকার আইন পরিপন্থি কর্মসূচী বা কার্যক্রম ছিলনা। বেলা ২ টার দিকে সেদিনের কর্মসূচী প্রায় শেষ পর্যায়ে হঠাৎ করেই পরিবেশকে বেশ স্পর্শকাতর করে তুলে স্বয়ং প্রশাসন।

একজন পুলিশ সদস্য শারীরিক দূর্বলতার জন্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেয়া নিয়ে ছাত্র ও পুলিশের মধ্যে ভুল বুঝাবুঝির প্রেক্ষিতে একটু বাক বিতন্ডা হয়। এরপর কয়েকজন সমন্বয়ক বিষয়টি তাৎক্ষনিক সুরাহা করে অসুস্থ পুলিশ সদস্যকে হাপাতালে নেয়ার ব্যবস্থা করে দেন। কিন্তু এর কিছুক্ষণ পরই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম পুলিশকে রেডি হওয়ার নির্দেশ দেন। এতেই পুলিশের কয়েকজন সদস্য শুরু করে সমবেত আন্দোলনকারীদের উপর এলোপাথারী গুলি বর্ষণ। মুহুর্তে গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে অসংখ্যজন। ছত্রভঙ্গ হয়ে পড়ে পুরো সমাবেশ। সড়কে সড়কে ছড়িয়ে পড়ে লোকজন। আশ্রয় নেয় বিভিন্ন দোকানের আড়ালে। কিন্তু অহর্নিশ চলতে থাকে পুলিশের গুলি।

এক পর্যায়ে পুলিশের গুলি শেষ হলে কয়েক সেকেন্ড বিরতি দিয়ে আরেক গ্রুপ পুলিশ আবার শুরু করে গোলাগুলি। এই ফাঁকে ছাত্র-জনতাও শুরু করে ইট-পাথর নিক্ষেপ। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠে। রাস্তায় রাস্তায় আহত গুলিবিদ্ধ মানুষের আহাজারী আর উত্তপ্ত জনতার চিৎকারে ঝঙ্কৃত হয়ে উঠে চারপাশ। খবর ছড়িয়ে পড়ে পুরো শহরে। এতে করে সাধারণ মানুষ, দোকানদার, পাড়া মহল্লা থেকে সকল বয়সের লোকজন ছুটে আসতে থাকে ঘটনাস্থলের দিকে। এতে পরিস্থিতি বেগতিক দেখে গুলিরত পুলিশের প্রহরায় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন এসিল্যান্ড। তখন ক্ষিপ্ত ছাত্র-জনতা চড়াও হয় পুলিশ বক্সে। এর ফলে পুলিশ সদস্যরা ফায়ার করতে করতে পালিয়ে যায় দিক বিদিক। তারপর সৈয়দপুর থানা থেকে আরও কিছু পুলিশ সদস্য কয়েকটি দলে বিভক্ত হয়ে পুরো শহরের সবগুলো রাস্তায় অভিযান চালায়। মোড়ে মোড়ে অবস্থান নেয় রিজার্ভ পুলিশ। এসময়ও কোথাও লোকজন দেখলেই পুলিশ মুহুর্মুহ গুলি বর্ষণ করতে থাকে। মুহুর্তে শান্ত শহর সৈয়দপুর রণক্ষেত্রে পরিণত হয়। এই অতর্কিত হামলায় ছাত্র-জনতা, পথচারী, দোকানদার, ফেরিওয়ালা, ভিক্ষুকসহ মোট ১৩৮ জন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে ৪৭ জন গুরুত্বর জখম হয়েছেন আর ৮ জন চোখে গুলিবিদ্ধ হওয়ায় দৃষ্টি হারিয়েছেন। পঙ্গুত্ব বরণ করেছেন বেশ কয়েকজন। এখনও অনেকে চিকিৎসাধীন। এছাড়া ১৮ জুলাইয়ের পর থেকে ৫ আগস্ট পর্যন্ত আহতদের গ্রেফতার করাসহ বাড়ি বাড়ি তল্লাসীর নামে চালানো হয় হামলা ভাঙ্চুর। আটকের পর থানায় চালানো হয় অকথ্য নির্যাতন। এমনকি নখ তুলে নেয়া ও প্রশ্রাব পান করানোর মত ঘটনাও ঘটিয়েছে পুলিশ। ঘটনার সিসি টিভি ফুটেজ এবং বিভিন্ন মাধ্যমে সংগৃহিত ছবি ও ভিডিও ফুটেজ অনুযায়ী আটকের ভয় দেখিয়ে করা হয় বাণিজ্য। আর এর নেপথ্যে ছিলেন এসিল্যান্ড আমিনুল ইসলাম। অনেক ক্ষেত্রে অভিযানে নেতৃত্ব দিয়েছেন তিনি নিজেই।

এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী করে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল দত্ত, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ও অফিসার ইনচার্জ (তদন্ত) এস এম রাসেল পারভেজ কে বদলী ও ওএসডি করা হয়। কিন্তু পুলিশকে গুলির নির্দেশদাতা এসিল্যান্ড এখনও তার পদে ও কর্মস্থল বহাল রয়েছেন। কেন, কোন খুটির জোরে তিনি এখনও সৈয়দপুরে দায়িত্ব পালন করছেন? কি কারণে তাঁকে কোন শাস্তির আওতায় আনা হয়নি অথবা ন্যুনতম কোন জবাবদিহিতার আওতায় তাকে নেয়া হলোনা? এসব প্রশ্ন এখন সৈয়দপুরের সর্বস্তরের মানুষের মাঝে। বিশেষ করে আহতরা এব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ ব্যাপারে পুলিশের গুলিতে ডান চোখ হারানো শিক্ষার্থী শহরের নতুন বাবুপাড়া সাদ্দাম মোড় এলাকার রাহিমুল ইসলাম মাহিন এর পিতা মো. ইউসুফ আলী বলেন, স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনে আমার সন্তান অংশগ্রহণ করেছিল। তাদের শান্তিপূর্ণ আন্দোলনে সহকারী কশিনার (ভুমি) আমিনুল ইসলামের নির্দেশে অমানবিকভাবে গুলি চালিয়েছে পুলিশ। এতে আমার ছেলে অন্ধত্ব বরণ করেছে। আমি এই কর্মকর্তার অপসারণ ও শাস্তি দাবি করছি। এখন কিভাবে সে এখানে কর্মরত আছেন তা সরকার ও সমন্বয়কদের কাছে জানতে চাই।

উপজেলার খাতামধুপুর ইউনিয়নের দর্জিপাড়ার আলিমুল ইসলাম (৪৫) বলেন, সৈয়দপুরের এসিল্যান্ডের নির্দেশেই পুলিশ ১৮ জুলাই অতর্কিত গুলি করেছিল। আমিসহ অনেকেই সেদিন গুলিবিদ্ধ হয়েছেন। আমার ডান চোখের দৃষ্টি হারিয়েছি। আমার দৃষ্টিশক্তির বিনিময়েই বর্তমান অন্তবর্তীকালীন সরকার গঠন হয়েছে। অথচ স্বৈরাচারের দোসর সেই সময়ের কর্মকর্তারা আজও বহাল তবিয়তে। বিশেষ করে সৈয়দপুরে পুলিশকে গুলির নির্দেশদাতা উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম কি করে ্্এখনও সৈয়দপুরে অবস্থান করছেন তা বুঝে আসেনা। আমরা তার উপযুক্ত শাস্তি দাবি করছি।

কেন্দ্রীয় সমন্বয়ক ঢাকা তেজগাঁও কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র সৈয়দপুরের গোলাহাল রেলওয়ে কলোনীর বাসিন্দা সাংবাদিক শাহিদুল সরকার দুলালের ছেলে শাহরিয়ার রিফাত সরকার বলেন, সেদিন সরাসরি এসিল্যান্ডের নির্দেশেই পুলিশ আমাদের শান্তিপূর্ণ সমাবেশে অতর্কিত এলোপাথারী গুলি চালিয়েছিল। নিরস্ত্র ছাত্র-জনতা তখন মুহুর্তে রাস্তায় লুটিয়ে পড়েছিল। রক্তাক্ত অবস্থায় শত শত মানুষ হাসপাতালে কান্নার রোল পড়েছিল। আজও অনেকে চোখ হারিয়ে এবং পঙ্গুত্ব বরণ করে চিকিৎসাধীন। এমন একজন গণহত্যাকারী সরকারের দোসরের দ্রুত অপসারণ ও উপযুক্ত শাস্তি চাই। নয়তো তার বিরুদ্ধে মাঠে নামবে ছাত্র-জনতা।

সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আমিনুল ইসলাম বলেন, আমি গুলি করার কোন লিখিত নির্দেশ দেইনি। আমার নির্দেশ ছাড়াই পুলিশ গুলি চালিয়ে খুব খারাপ করেছে। কারণ সেখানে গুলি চালানোর মত কোন পরিস্থিতি ছিলনা। আমি নিজেও গুলির মধ্যে জীবন নিয়ে কোন রকমে পালিয়ে এসেছি। একজন ম্যাজিষ্ট্রেট হিসেবে পুলিশকে অপ্রয়োজনে গুলি করা থেকে বিরত না করে কেন স্থান ত্যাগ করেছিলেন প্রশ্ন করা হলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামন বলেন, আমি নতুন এসেছি। সৈয়দপুরের এসিল্যান্ড কর্তৃক ১৮ জুলাই পুলিশকে গুলির নির্দেশ প্রদানের বিষয়ে আমার জানা নেই। জেনে আপনাকে জানানো হবে এবং তদন্ত পুর্বক সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

কুমিল্লায় শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার

কুমিল্লা নগরীর সংরাইশ এলাকার শীর্ষ সন্ত্রাসী ছিনতাই, ডাকাতি ও অস্ত্র সহ ২৬ মামলার আসামি আল-আমিনকে

পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত: তদন্ত কমিটি গঠন

গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে তিন ছাত্রের মৃত্যুর

প্রয়োজনে ভেঙে ফেলা হবে হাওরের সড়ক: ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সিলেটের নদ–নদীর অবাধ পানিপ্রবাহ নিশ্চিত করে বন্যা মোকাবিলায়

কুয়াকাটায় প্লাস্টিক দূষণের ভয়াবহতা চরমে

নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পটুয়াখালীর কুয়াকাটা। সাগরতীরের এই জনপথ সাগরের অবারিত সৌন্দর্যের কারণে সাগরকন্যা নামেও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্র-জনতার উপর গুলির নির্দেশদাতা এসিল্যান্ড বহাল তবিয়তে

মুগ্ধকে নিয়ে গুজবের ব্যাপারে আবেগঘন প্রতিক্রিয়া ভাই স্নিগ্ধের

বাংলাদেশি গার্মেন্টসের বকেয়া দিচ্ছে না অস্ট্রেলিয়ান কোম্পানি

কুমিল্লায় শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়: আইজিপি

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি যৌক্তিক

আমরা যুদ্ধে বিশ্বাসী না, কেউ গায়ে পড়লে জবাবের প্রস্তুতি রাখতে হবে

পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত: তদন্ত কমিটি গঠন

বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে ন্যাটো প্রধানের বৈঠক

যেকোনো উপায়ে ঢাকাবাসীকে নিরাপদ রাখতে হবে: ডিএমপি কমিশনার

কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা, বেতন বন্ধ

গণহত্যায় অভিযুক্ত আ.লীগের কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না

এনসিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত দুই চিত্রনায়ক

প্রয়োজনে ভেঙে ফেলা হবে হাওরের সড়ক: ফরিদা আখতার

বিপ্লবে সরকার পরিবর্তন ছাড়া আর কিছুই বদলায়নি: গয়েশ্বর

পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত অন্তত ৩২

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৬

কুয়াকাটায় প্লাস্টিক দূষণের ভয়াবহতা চরমে

টঙ্গীর রেলওয়ে ব্রিজে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

বিজিএমইএ নির্বাচনে ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান