বরগুনায় ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১৮:২৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় ২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন পাথরঘাটা কর্তৃক বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া এলাকার মেইন রোডে একটি বিশেষ অভিযান চালায়। এ সময় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. ইমনকে (২১) আটক করা হয়। আটক ইমন নাচনাপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ বাঁশতলা এলাকার বাসিন্দা।
তিনি আরও বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সকল আলামতসহ আটককৃত মাদক কারবারিকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।
আমার বার্তা/এমই