জামালপুর সড়কে বেপরোয়া ট্রাক্টর পথ চলাচলে শঙ্কা
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১৫:২৭ | অনলাইন সংস্করণ
জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর ময়মনসিংহ মহাসড়কে বেপরোয়া গতিতে বিভিন্ন ইটভাটার ইট বালু মাটি নিয়ে এসব ট্রাক্টর চলাচল করছে।
স্থানীয়রা বলছেন এ সব ট্রাক্টরের কারণে রাস্তা ঘাট ভাঙছে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। ট্রাক্টরের ধাক্কায় মারা গিয়েছে অনেক জন। শহরে বেপরোয়া গতিতে চলাচলের জন্য অনেক ধুলাবালিতে এখন রাস্তায় বের হওয়া যায় না।
জামালপুর পৌর শহরের ছনকান্দা এলাকার বাসিন্দা রতন বলেন ,এসব ট্রাক্টরের জন্য রাস্তায় বের হতে ডর করে। ড্রাইভারদের নাই কোন প্রশিক্ষন। বেশীর ভাগ ড্রাইভার ছোট,বয়স কম। এসব অবৈধ গাড়ীর দ্রুত বন্ধের দাবি জানাই।
সমাজ কর্মী আসমাউল আসিফ বলেন, অনুমোদন বিহীন এসব যানবাহন এখন সড়কের দানব হিসেবে পরিনত হয়েছে৷এসব যানবাহনের ড্রাইভিং লাইসেন্স বিহীন চালকদের বেপরোয়া গতির কারনে প্রায়ই দূর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটছে৷ এছাড়াও উন্মুক্ত অবস্থায় বালি পরিবহন করায় সড়কে অন্যান্য চালক ও যাত্রীদের নানাবিধ সমস্যা হচ্ছে৷ এ বেপারে প্রশাসনের আইন প্রয়োগ করে এসব বন্ধের দাবী জানাচ্ছি৷
উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি, বলেন এসব অবৈধ গাড়ি বন্ধে প্রয়োজনে ব্যবস্থা নেয়া হবে। শিগ্রই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।